• অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় করাতকলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৫ জুন, ২০২৩ ২০:৫৪:২২

ছবিঃ সিএনআই

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় গাছ রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা তৈরি করার অভিযোগে করাতকলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুন) বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় করাতকল বিধিমালা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে করাতকলের মালিক মো. জহিরকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। 

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে করাতকলের গাছ রাস্তায় ফেলে রেখে প্রতিবন্ধকতা তৈরি করার ফলে ১টি সড়ক দূর্ঘটনারও শিকার হতে হয়েছে। এ অভিযোগ আমলে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত কে করাতকল বিধিমালা অনুযায়ী আইন লংঘন এবং গণ উপদ্রব সৃষ্টি করার জন্য দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo