• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৫ জুন, ২০২৩ ২০:৪০:১৮

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারী চাকুরী ঘর বয়স্কভাতা বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে টাকা আত্মসাৎ কারী আব্দুল কদ্দুস নামে এক প্রতারককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত আট টার দিকে প্রতারককে আটক করে সোমবার আদালতে প্রেরণ করা হয়। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধৃত প্রতারক আব্দুল কদ্দুসের বাড়ি নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের মৃত ইউসুফ আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে গরীব অসহায় শ্রেণির লোকদের টার্গেট করে সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘর বয়স্কভাতা বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ডসহ বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেয়ার নামে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি উপজেলার মাইজবাগ এলাকার সাধুরগোল্লা গ্রামের ইদ্রিস আলীর পুত্র নাজমুল হাসানকে কৃষি অধিদপ্তরে চাকুরী দেয়ার নামে ৪হাজার টাকা হাতিয়ে নেয়। একই গ্রামের কছুমুদ্দিনে কাছ থেকে সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে ৪হাজার টাকা নিয়ে যায়। টাকা নেয়ার পর থেকে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। রোববার রাতে সাধুরগোল্লা গ্রামের হৃদয় মিয়ার কাছ থেকে টাকা নিতে মাইজবাগ বাজারে আসলে পূর্বের ভুক্তভোগীরা দেখে তাকে  আটকিয়ে চাকুরী এবং ঘর কখন দিবে সে বিষয় জিজ্ঞাসা করার এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ প্রতারক আব্দুল কদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসে।  

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ধৃত প্রতারককে আটক করে প্রতারণা মামলার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo