• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

২ এপিবিএন এর অভিযানে অনলাইন জুয়া আইডিসহ ডিলার গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৫ জুন, ২০২৩ ২০:৩৬:০৮

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে  ৪ জুন ২০২৩ তারিখ টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায় বিশেষ ডিউটি করাকালে রাত ৭.৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে , ৩ নং ঘারিন্দা ইউনিয়নের আলহেরা মাদ্রাসা মোড়স্থ একটি দোকানে কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে 7Wicket অ্যাপসসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করছে।  সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  মৃত জামাল খানের দোকানের ভাড়াটিয়া লাবিব ক্রোকারিজের দোকানে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম লাবিব(৩৮) - টাঙ্গাইলকে গ্রেফতার করে।

ধৃত আসামীর ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার 7wicket এর এজেন্ট আইডি Khan Vai1 ও Habibsup এবং সর্বমোট (ডিজিটাল মুদ্রা) PBU-4411.1 পাওয়া যায়। এছাড়াও জুয়া খেলা পরিচালনার জন্য একাধিক 7wicket  আইডিসহ VELKI ও অন্যান্য আইডি পাওয়া যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। ধৃত আসামী অনলাইনের মাধ্যমে জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় প্রকাশ্য জুয়া আইন তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করে।

মন্তব্য ( ০)





  • company_logo