
ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় আন্তঃ জেলা বিদেশী মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্য বাবুক মিয়া ও শামীম মিয়া কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(৪ জুন) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার এর কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। গত ৩ জুন পুলিশের একটি চৌকস টিম অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারক বাবলু মিয়া ও শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা ও আরো ১০২ নোটসহ প্রতারণার ৪০ হাজার টাকা জব্দ করে। গ্রেপ্তারকৃত বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো ইবনে মিজান বলেন, গ্রেপ্তারকৃতরা বিদেশি মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সহজ-সরল মানুষকে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারণামূলকভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এই চক্রের সাথে জড়িত অন্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ...
রংপুর ব্যুরো: ভারী বর্ষণ টানা বৃষ্টিতে রংপুর নগরীর ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ট্রেডিং করপোরেশন...
মন্তব্য ( ০)