
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি।
শনিবার (৩ জুন) এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জি এম কাদের।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কোলকাতা থেকে চেন্নাই এ পথটি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে এ রুটে বাংলাদেশিদের যাতায়াত বেশি।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভারত সরকার নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। ট্রেন দুর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুপুর সোয়া ৩টায় হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে উড়িষ্যার বোলেশর বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি। একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে ওলটপালট হয়ে যায় ট্রেনটির একাধিক বগি।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ...
রংপুর ব্যুরো: ভারী বর্ষণ টানা বৃষ্টিতে রংপুর নগরীর ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ট্রেডিং করপোরেশন...
মন্তব্য ( ০)