
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান'র নির্দেশে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার ১ জুন ২০২৩ শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালে ঝিনাইগাতী থানাধীন কালীবাড়ী মোড়ে অবস্থানকালে রাত ৯টার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , তিনানী বাজারে কতিপয় ব্যাক্তি তাদের মোবাই ফোনে অনলাইনের মাধ্যমে 1xBet ক্যাসিনো সহ বিভিন্ন জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ আনোয়ার হোসেন(৪২), কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে ও অনলাইন জুয়ার ডিলার হিসাবে খেলা পরিচালনা করে এবং বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অর্থ লেনদেন করে আসছে।
1xBet মোবাইল জুয়া সম্পর্কে খোজ নিয়ে যানাযায়, 1xBet মোবাইল ক্যাসিনো সের্গেই কোরসাকভের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান। মূল কোম্পানিটি সাইপ্রাসে অবস্থিত এবং বিশ্বব্যাপী এর শাখা রয়েছে। 1xBet মোবাইল ক্যাসিনো কুরাকাও সরকারের আইনের অধীনে নিয়ন্ত্রিত। 1xBet মোবাইল ক্যাসিনোতে বিস্তৃত গেম লবি সফ্টওয়্যার প্রদানকারী যেমন Microgaming এবং NetEnt। 1Xbet জুয়ার জগতে একটি অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম। ক্যাসিনোটি প্রাথমিকভাবে 2007 সালে চালু করা হয় এবং কয়েক বছর ধরে এটি ব্যাপকভাবে চালু রয়েছে । এটি কুরাকাও ই-গেমিং কমিশন দ্বারা নিয়ন্ত্রিত। তারা সারা বিশ্বে গ্রাহকদের সেবা প্রদান করে। তাদের বর্তমানে হাজার হাজার ব্যবহারকারী রয়েছে, বেশিরভাগ অনলাইন ক্যাসিনো থেকে উল্লেখযোগ্যভাবে বেশি জনপ্রিয়। তরুণ জুয়ারিরা 1XBet মোবাইল ক্যাসিনোটিকে অন্যদের চেয়ে বেশি পছন্দ করে। কারণ মোবাইলেই অংশ গ্রহন করা যায় , নতুন খেলোয়াড়দের জন্য বোনাস এবং দুর্দান্ত গেমের সুযোগ দেয়া হয় ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় প্রকাশ্য জুয়া আইন তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
স্পোর্টস ডেস্কঃ দারুণ ছন্দে থাকা নাজমুল হাসান শান্তর কাছ...
রংপুর অফিসঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা বা চ্য...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকি...
নিউজ ডেস্কঃ পুরান ঢাকার লালবাগে একটি মিষ্টির দোকানে আগুন ...
মন্তব্য ( ০)