• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের ভূমি বিষয়ক মতবিনিময় সভা 

  • সমগ্র বাংলা
  • ২৯ মে, ২০২৩ ১৬:৪৬:৪৪

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মূল¯্রােতধারার নেতৃবৃন্দের সাথে আদিবাসী ও দলিতদের ভূমি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রেমদীপ প্রকল্পের এডভোকেসী ম্যানেজার শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, সদর উপজেলা স্যাটেলমেন্ট অফিসার মো: আবু তালেব, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মো: ওয়ালিউর রহমান, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ। 

মতবিনিময় সভায় সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, আদিবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। 

মন্তব্য ( ০)





  • company_logo