
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ সরাসরি বলিউড তারকা সালমান খানকে সামনে পেয়ে বিয়ের প্রস্তাব দিলেন হলিউডের সুন্দরি এক সাংবাদিক। কিন্তু সালমান তাকে পাল্টা প্রশ্ন করেন আপনি কি শাহরুখের খানের কথা বলছেন, তখন ওই সাংবাদিক বললেন না, আমি আপনাকেই বলছি। করবেন আমায় বিয়ে....... তাদের দুজনের এই কথাগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
সালমান খান শুধু বলিউইড নয়, গোটা ভারতের মোস্ট ভ্যালুয়েবল ব্যাচেলর। বহুবার তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে আইফা রকসে গিয়ে ফের বিয়ের প্রস্তাব পেলেন বলিউডের ভাইজান সালমান খান। তাকে সরাসরি ওই প্রস্তাব দিয়েছিলেন সাংবাদিক ও উপস্থাপিকা অ্যালেনা খালিফে। এর আগেও তিনি আমিরাতে এক মেয়ের এমন প্রস্তাবের মুখোমুখি হন। তবে এবার এই প্রস্তাব পেয়ে বলিউডের জনপ্রিয় নায়ক যে উত্তর দিলেন, তা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ।
আইফার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সবার সামনেই স্বপ্নের নায়ক সালমানকে উদ্দেশ্য করে হলিউডের সাংবাদিক অ্যালেনা খালিফে বলেন, ‘আমি সুদূর হলিউড থেকে এখানে এসেছি শুধু একটা প্রশ্ন করার জন্য। আমি সত্যিই আপনার প্রেমে পড়েছি।
শুনে কিছুটা রসিকতার ছলে ভাইজান ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি শাহরুখ খানের কথা বলছেন, ঠিক কি না বলুন?’ তার ওই প্রশ্নের জবাবে সাংবাদিক অ্যালেনা বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি সালমান খান। বলুন, আপনি আমায় বিয়ে করবেন?’
প্রশ্ন শুনে একটুও ঘাবড়াননি বলিউডের অন্যতম সেরা অভিনেতা। এক গাল হেসে বলেন, ‘আমার বিয়ের দিন পেরিয়ে গিয়েছে। আপনার উচিত ছিল, আরও ২০ বছর আগে আমার সঙ্গে দেখা করা। জবাব শুনে আর কথা বাড়াননি অ্যালেনা। ইতোমধ্যেই ভাইজানের সঙ্গে হলিউডের সুন্দরী সাংবাদিকের কথোপকথন নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন...
স্পোর্টস ডেস্কঃ এবারের মৌসুম শুরুর আগে বেশ ছন্দেই ছিলেন র...
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজার। &lsquo...
লাইফস্টাইল ডেস্কঃ স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত একদম স...
মন্তব্য ( ০)