• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

চিরিরবন্দরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ২৯ মে, ২০২৩ ১৪:৫৫:১৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে তজিমদ্দিন হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায়। দীর্ঘ ২৬ বছর মামলা চলা শেষে আজ সোমবার ওই রায় ঘোষনা করেন তিনি। 

দন্ডিতরা হলেন চিরিরবন্দরের দক্ষিন শুকদেবপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের দুই ছেলে আফজাল হােসন এবং আব্দুল লতিফ। অপরজন হলেন  উত্তর ভোলানাথপুর গ্রামের কচুয়া শাহ এর ছেলে শামসুল হক। তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ২০ হাজার করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে কাফী নামে আরেক অভিযুক্তকে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি মােস্তাফিজুর রহমান টুটুল জানান,  ১৯৯৭ সালের ৩১ জুলাই বিকালে তজিমউদ্দিন বাসা থেকে বেরিয়ে নিখােজ ছিলেন।  দুইদিন পর চিরিরবন্দরের দামুয়া পুকুরের কাচুরিপানার ভিতরে তার মরদহ উদ্ধার করেছিল স্হানীয় থানা পুলিশ। স্বামীকে হত্যার ঘটনায় মামলা করেন স্ত্রী আরজিনা বেগম।  হত্যায় জড়িত থাকার অভিযােগে ৪জনকে গ্রেপ্তার করে চিরিরবন্দর থানা পুলিশ।  ২৬ বছল ধরে মামলা চলাকালে তথ্য প্রমানাদি এবং ১৯জনের স্বাক্ষ্য বিবেচনায় দোষি প্রমানিত ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একজনকে বকসুর খালাস দিয়েছেন বিচারক।

মন্তব্য ( ০)





  • company_logo