• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ঈশ্বরগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের সমাপনী

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৮ মে, ২০২৩ ২০:৪৫:৪২

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: "স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহে ঈশ্বরগঞ্জে ১৩ লক্ষ ২ হাজার ৮শ ৪৫ টাকার ভূমি কর আদায় করা হয়েছে। এছাড়াও ১শ ৬৯টি নামজারী নিষ্পত্তি, ১৮টি মিস কেস নিষ্পত্তি, ২শ ৪৭টি নামজারী আবেদন গ্রহণসহ ২শত ৪৪জন সেবা গ্রহীতাদের ভূমি বিষয়ক পরার্মশ প্রদান করা হয়েছে।

স্মার্ট ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে ভূমি বিষয়ক যে সকল সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে- (ক) অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এর জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমান ভূমি উন্নয়ন কর সম্পূর্নভাবে অনলাইনে গ্রহণ ও তথ্য প্রদান। (খ) ই-নামজরির আবেদন গ্রহণ। (গ) নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক বিতরণ। (ঘ) অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা। (ঙ) অনলাইনের মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ ও তথ্য প্রদান। (চ) মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি-আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ। (ছ) এছাড়াও মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তরসহ জনগণকে সকল সেবা প্রদান করা হয়ে।

এছাড়াও সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে কর্মকর্তারা নিয়োজিত ছিল। উপজেলাসহ ১১টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সেবা বুথ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নিবার্হী  অফিসার হাফিজা জেসমিন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, থানার অফিসার ইন-চার্জ  মোস্তাছিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ আহবায় খাইরুল ইসলাম আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমিসহ সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, স্মার্ট ভূমি সেবা জনগণের দ্বারপ্রাপ্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। ডিজিটাল সেবা সমূহ ভূমি মালিকগণকে জানানোর জন্য সরকারী ভাবে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে ভূমি সেবাগ্রহীতাদের স্মার্ট ভূমি সেবা সপ্তাহে সম্পৃক্ত করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।

মন্তব্য ( ০)





  • company_logo