• প্রশাসন

রৌমারীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • প্রশাসন
  • ২৭ মে, ২০২৩ ১৬:১৩:২৩

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুড়িগ্রামের রৌমারীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে রৌমারী থানা পুলিশের আয়োজনে কর্তিমারী বাজার যাদুরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

অনুষ্ঠানে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন- পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo