• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ যুবকের জেল জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ২৪ মে, ২০২৩ ১৭:৪৯:৫০

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাদক ও পর্ণোগ্রাফি সংক্রান্ত অপরাধের দায়ে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত চার যুবককে অর্থদন্ডসহ ৬ মাসের জেল দিয়েছেন। এ সময় তাদের কাজে ব্যবহ্যত ৬ টি  ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার ও  ১০ টি মোবাইল ফোনসেট জব্দ দেখানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এবং সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন পৃথক দৃটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডিতরা হলো- মধুপুর পৌর এলাকার কাইতকাই গ্রামের শাহজাহান আলীর ছেলে সালমান খান(২২), মধুপুর সদরের ঝন্টু পালের ছেলে অন্তর পাল(২১), মেহেদী হাসান ফাহিম(২৩) ও ধনবাড়ী উপজেলার নরিল্যার রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান(২১)।

মধুপুর উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়,  পৌর এলাকার নয়াপাড়া মসজিদের পাশে জনৈক সাইফুলের বাসা ভাড়া নিয়ে তারা নেটের মাধ্যমে অবৈধ ব্যবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক ও তাদের  ব্যবহ্যত ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল  জব্দ করা হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও শামীমা ইয়াসমীন প্রথম দুইজন( সালমান ও অন্তর) এবং সহকারী কমিশনার(ভ’মি) জাকির হোসাইন পরের দুইজন (মেহেদী ও আশিকুর)কে মাদক ও পর্নোগ্রাফি অপরাধের দায়ে ২০ হাজার করে টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। সন্ধ্যায় তাদের হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo