• প্রশাসন

টেকনাফে বিজিবি-বিজিপি রিজিওন পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

  • প্রশাসন
  • ২৪ মে, ২০২৩ ১৭:২৮:১১

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। ২ দিনব্যাপী (২৪-২৫ মে ২০২৩) সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক ২৪ মে বুধবার সকাল ১০ টার সময়  টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন 'সেন্ট্রাল রিসোর্ট " সম্মেলন কক্ষে শুরু হয়েছে।

বিজিবি'র কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব (বিজিবিএম, এএফডব্লিউসি, পিএসসি) এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। 

অপরদিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের নম্বর (১) এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থেট উইন"র (Police Brigadier General Htet Lwin) , নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছেন । 

সম্মেলনে- মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস)।

তিনি জানান, " এই সীমান্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য  মিয়ানমার প্রতিনিধিদল বুধবার (২৪ মে) সকালে নৌপথে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে আসে। মিয়ানমার প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছালে বিজিবি'র পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় বিজিবি'র একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে 'গার্ড অব অনার' প্রদান করে।

২৫ মে বৃহস্পতিবার  যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ঐদিন বিকেলে মায়ানমার প্রতিনিধিদল দেশে প্রত্যাবর্তন করবেন। 

মন্তব্য ( ০)





  • company_logo