• তথ্য ও প্রযুক্তি

ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৩ মে, ২০২৩ ১৭:০৯:৩৩

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের অন্যতম মাধ্যম। নাটক, সিনেমাসহ সহ বিভিন্ন ক্লাসের লেকচার পাওয়া যায় সহজেই। এমনকি প্ল্যাটফর্মটি এখন আয়ের অন্যতম মাধ্যমও। ইউটিউব চ্যানেলে কনটেন্ট আপলোড করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়।

তবে ইউটিউবে অসংখ্য ভুয়া চ্যানেলের মধ্যে আপনার আসল চ্যানেল যেন চেনা যায় এজন্য ভেরিফাই করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় সেলিব্রেটি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে ভুয়া চ্যানেল খুলে বিভিন্ন ধরনের কনটেন্ট দেয় প্রতারকরা। যা সমাজ এবং ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর। এছাড়া হ্যাকারদের হাত থেকেও মুক্তি পাবেন।

. প্রথমে আপনার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউব লগইন করুন।

. ইউটিউবের উপরে ডান দিকে ‘প্রোফাইল ফটো’-তে ক্লিক করলে সেখানে কিছু অপশন পাবেন।

. সেখান থেকে ‘ইউটিউব স্টুডিও’ অপশনে ক্লিক করুন।

. এবার ‘সেটিং’ অপশনে ক্লিক করে ইউটিউব চ্যানেলের সেটিং পেজে যান।

. সেটিংস থেকে ‘চ্যানেল’ অপশনে ক্লিক করুন।

.এবার ‘ফিচারস এলিজিবিলিটি’ অপশনে ক্লিক করুন।

.এখান থেকে ‘ভেরিফাই ফোন নম্বর’ অপশনে ক্লিক করুন।

. ফোন ভেরিফাই করা জন্য কান্ট্রি সিলেক্ট করুন।

. এখন নিজের ফোন নম্বর দিন।

.এরপরই যে নম্বর দিয়েছেন সেখানে একটি কোড আসবে ‘গেট কোড’ বাটনে ক্লিক করে ছয় ডিজিটের কোডটি দিন।

.এবার ‘সাব মিট’ অপশনে ক্লিক করুন।

. এরপর একটি মেসেজ পাবেন ‘কংগ্রাচুলেশনস! ইওর ফোন নম্বর ইজ নাও ভেরিফায়েড’ অর্থাৎ, আপনার ইউটিউব চ্যানেল ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে।

সূত্র: উইকিহাও

মন্তব্য ( ০)





  • company_logo