
ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। গত এপ্রিল মাসের আইনশৃংখলা পরিস্থতির উন্নয়ন, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা পর্যালোচনায় তিনি প্রথম হন।
আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
ওসি মো. মোশারফ হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। পুলিশ সুপার ও গোপালপুর সার্কেলের নির্দেশক্রমে গোপালপুরবাসীর সেবায় নিয়োজিত রয়েছি।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে মোশারফ হোসেন প্রথমবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এনিয়ে তিনি দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। এছাড়াও তিনি একাধিকবার বিভিন্ন সংগঠন থেকে মানবিক পদক অর্জন করেছেন। কন্যা সন্তান জন্ম হলেই তিনি ঐ পরিবারকে উপহার পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসিত হন। এনিয়ে তিনি দেশ- বিদেশের মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দু ও ভাইরাল হন।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ র্যাব ৪ সিপিসি...
আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের দক্ষিণাঞ্চলের মুরিকায় একট...
স্বাস্থ্য ডেস্কঃ প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার ...
যশোরঃ যশোরের শার্শায় ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে মান...
মন্তব্য ( ০)