• প্রশাসন

ভূলবশত: অন্যের একাউন্টে চলে যাওয়া ৩০ লাখ টাকা উদ্ধার করল কুষ্টিয়া পুলিশ

  • প্রশাসন
  • ২৬ এপ্রিল, ২০২৩ ২০:৩৬:৫৪

ছবিঃ সিএনআই

রবিউল আলম ইভান, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় দিপংকর চ্যাটার্জী নামে এক ব্যক্তির ভূলবশত: অন্যের একাউন্টে চলে যাওয়া নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করেছে কুষ্টিয়া পুলিশ। ঈদের আগে পুবালী ব্যাংক ঢাকা উত্তরা মডেল টাউন শাখায় আরটিএইটএসবিসি নামক একাউন্টে উল্লেখিত টাকা পাঠনোর সময় ভূলবশত সেই টাকা চলে যায় ইসলামী এজেন্ট ব্যাংক ফিরোজ আহম্মেদ নামে এক ব্যক্তির প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজের নামে।এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ
ডায়েরী করা হলে পুলিশী তৎপরতায় সেই অর্থ উদ্ধার করে পুলিশ।

বুধবার দুপুরে এনিয়ে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। পুলিশ সুপার বলেন কুষ্টিয়ায় দিপংকর চ্যাটার্জী নামে এক ব্যক্তি জঞএঝঅনলাইনে মাধ্যমে আরটিএইচএসবিসি নামক ব্যাংক একাউন্ট থেকে পূবালী ব্যাংক ঢাকা উত্তরা মডেল টাউন শাখায় ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা প্রেরণের সময় ভুল করে বাংলাদেশ ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের একাউন্টে চলে যায়। পরবর্তীতে ঐ প্রতিষ্ঠানের মালিক ফিরোজ আহম্মেদ বিষয়টি বুঝতে পেরে তার একাউন্ট থেকে ৭ লাখ ২৩ হাজার টাকা সরিয়ে ফেলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo