• প্রশাসন

বিএসএফের মহাপরিচালকের বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শন

  • প্রশাসন
  • ১৫ এপ্রিল, ২০২৩ ২০:৩২:২১

ছবিঃ সিএনআই

আল মাসুুদ,পঞ্চগড়: সীমান্ত সুরক্ষায় বন্ধুত্বের হাত আরো শক্ত করতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় বিএসএফের মহাপরিচালক ড: এস এল থাউসেন। শনিবার ( ১৫ এপ্রিল) পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন তিনি। এর আগে বিএসএফ’র মহাপরিচালককে বিজিবি’র একটি চৌকষ গার্ড দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে বিজিবি বিএসএফের মধ্যে ফুঁল,ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। উপস্থিত ছিলেন, বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং বিজিবি’র ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান এবং পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক যুবায়েদ হাসান প্রমূখ।

মন্তব্য ( ০)





  • company_logo