• অপরাধ ও দুর্নীতি

অপহরনকৃত ভিকটিম উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০১ এপ্রিল, ২০২৩ ১৭:৫৬:২৭

ছবিঃ সিএনআই

কাফি খান,ময়মনসিংহঃ মোছাঃ পারুল আক্তার (৩৫), সত্রাশিয়া, ৪ নং কুমারগাতা ইউনিয়ন, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ গত ইং ৩১/০৩/২০২৩ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে হাজির হয়ে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) বরাবরে লিখিত অভিযোগ করেন বাদীর ছোটভাই রেজাউল করিমকে অজ্ঞাতনামা ব্যাক্তি কর্তৃক অপহরন হইয়া অজ্ঞাতনামা স্থানে আটক করিয়া তাহার পরিবারের নিকট ভিকটিমের মোবাইল নাম্বার ০১৯৫৪-৫৫৮৪০০ থেকে ফোন করে বিকাশ ০১৩০৫-০৭৭৫৫৮ নাম্বারে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মুক্তিপন দাবি করছে অন্যথায় তাহকে হত্যা করবে।

এ সংক্রান্তে একটি অভিযোগ প্রাপ্তির পর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ সার্বিক দিক নির্দেশনায় এপিবিএন হেঃ কোঃ এর এলআইসি শাখার সহায়তায় ভিকটিমের মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বারের অবস্থান সনাক্ত পূর্বক অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় মুক্তাগাছা থানাধীন জয়বাংলা বাজার এলাকা হতে রাত্রী অনুমান ০৩.২৫ ঘটিকায় ভিকটিম রেজাউল করিম(২৪), পিতা- মৃত জালাল, সাং- সত্রাশিয়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে উদ্ধার পূর্বক থানায় হস্তান্তর করেন।

মন্তব্য ( ০)





  • company_logo