• প্রশাসন
  • লিড নিউজ

ফটিকছড়িতে চলছে পুলিশ সেবা সপ্তাহের বিশেষ অভিযান

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ৩১ মার্চ, ২০২৩ ১২:১৭:১২

ছবিঃ সিএনআই

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:  দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, অবৈধ ফুটপাত দখল মুক্ত করা, যানবাহন নিরসন, কিশোর গ্যাং বন্ধ সহ ফটিকছড়িতে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করছে ফটিকছড়ি থানা পুলিশ।

৩০ মার্চ (শনিবার) নানুপুর বাজার ও আজাদী বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়। এদিন আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কাচা ইফতার সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে, নাজিরহাট এবং বিবিরহাট বাজারেও একই অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন- চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ফটিকছড়ি থানার আওতাধীন বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, আজাদী বাজারে অভিযান পরিচালনা করেছি। এছাড়াও বেশি টাকা নিয়ে কারো কোথাও যেতে সমস্যা হলে পুলিশ নিজে গিয়ে তাদের পৌঁছে দিবে। একইসাথে রমজান মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৩ধরনের পুলিশ টীম মাঠ পর্যায়ে কাজ করবে।

অভিযানে দেখা যায়, রাস্তায় অবৈধ পার্কিং উচ্ছেদ,  ফুটপাত দখল মুক্ত করে এবং দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ব্যবসায়ীদের কঠিন হুশিয়ারি দেয়া হয়। তবে অন্যান্য বাজারের তুলনায় বিবিরহাট এবং আজাদী বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি দেখা যায়।

মন্তব্য ( ০)





  • company_logo