
ছবিঃ সিএনআই
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: কনাফের শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনায় এক জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি টেকনাফ ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। (২৬ মার্চ)
রবিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ঘোলার চর এলাকার জেলে আবুল ফয়েজের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ জলালের কাছে বিক্রি করে দেন।
জেলে আবুল ফয়েজ বলেন, ‘প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা নিষেধ। তাই সকালে বড়শি ফেলেন। ২০ মিনিট অপেক্ষার পর বড়শিতে মাছ আটকা পড়ে। আমার বড়শিতে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম। পরে মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করেছি।’
মাছ ব্যবসায়ী মোহাম্মদ জালাল বলেন, ‘আমি মাছটি বিক্রির জন্য টেকনাফ পৌরসভার মাছ বাজারে নিয়ে যাই। ভাই ভাই ফিশিং আড়তের মালিক মোহাম্মদ আমিনের কাছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করেছি। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।’
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ সামুদ্রিক কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। "
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনা...
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানরমারে ক্ষমতাসীন জান্তার অসহয...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছ...
নিউজ ডেস্কঃ ডলার সংকটের মধ্যে সদ্য সমাপ্ত মে মাসে দে...
মন্তব্য ( ০)