
ছবিঃ সিএনআই
তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় ফ্যাশন হাউস বিটু'র আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। ঢাকা, বরিশাল, চট্টগ্রামের পর এটি বিটুর চতুর্থ শো রুম। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটিতে ফিতা কেটে শো-রুম শুভ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা। পরে, অতিথিদের নিয়ে বিটুর সুবিশাল আউটলেট পরিদর্শন করেন বিটুর শুভেচ্ছাদূত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, বিটুর কর্ণধার সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার।
এ সময় অপু বিশ্বাস বলেন, 'বিটুর' শো-রুমের পোশাক গুণগত মানে খুবই ভালো। এ কারণে অল্প সময়েই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমি ব্যক্তিগত ভাবে আশা করছি ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় বিটু ফ্যাশন সচেতনদের দৃষ্টি কাড়বে।প্রতিষ্ঠানের কর্ণধার সুশ্রীতা পোদ্দার বীথি বলেন, ‘আমরা চেষ্টা করছি মানসম্পন্ন পোশাক দেশের সব জেলা ও বিভাগীয় শহরে পৌঁছে দিতে। কারণ দেশের বাইরে বা ঢাকাতে এসে অনেকেরই পোশাক কেনা সম্ভব নয়। বিটুতে ইমপোর্ট আইটেমসহ রেডিমেট- ছেলেমেয়েদের সব ধরনের পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বর...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে...
আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত ...
মন্তব্য ( ০)