
ছবিঃ সিএনআই
সোহেল রানা, নড়াইলঃ নড়াইলে ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ শুক্রবার (২৪মার্চ) প্রথম রমজানে নড়াইল শহরের রুপগঞ্জ ও লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক প্রণাব কুমার প্রামাণিক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান মাসের প্রথম দিনে জেলা শহরের রুপগঞ্জ বাজার এবং লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে মুদি, কাঁচা এবং মুরগীর দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাদে তাদের মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক প্রণাব কুমার প্রামাণিক বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস জুড়ে আমাদের কড়া নজরদারি থাকবে।
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে...
আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত ...
স্পোর্টস ডেস্কঃ ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দ...
মন্তব্য ( ০)