
ছবিঃ সিএনআই
কাফি খান,ময়মনসিংহঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।১নং পুলিশ ফাড়ি অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম এলাকা হতে অন্যান্য মামলার আসামী মামুন মিয়া (৫০) কে গ্রেফতার করে।এসআই (নিঃ) শারমিন জাহান শাম্মী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকা হইতে নারী ও শিশু মামলার আসামী আতিকুর রহমান সাকিব(২৯) কে গ্রেফতার করে।
এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ কামাল মিয়া(৪০) কে গ্রেফতার করে। এসআই (নিঃ) হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন অষ্টধার এলাকা হইতে লোকমান আলী (৫০) কে গ্রেফতার করে। এএসআই (নিঃ) আমিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা হইতে সজল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান, রিফাত আল আফসানী, অসীম কুমার দাস, এএসআই(নিঃ)মাহমুদুল হাসান, ফারহাদ, প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথ অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা ০২টি, জিআর ০২টি, সিআর সাজা ০১টি এবং সিআর ০১টি সহ সর্ব মোট ০৬টি বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। মোঃ হুমায়ুন কবির, মোঃ শফিকুল ইসলাম ওরফে মানিক, জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। মতিউর রহমান (৫০) মোঃ শামছুল হক(৬০) মোঃ জিয়াউর রহমান, সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন মোঃ আলমগীর হোসেন, উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা/ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।
ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি...
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার চ...
নিউজ ডেস্কঃ গত কয়েকমাস ধরে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প...
মন্তব্য ( ০)