• সমগ্র বাংলা

দারুল হিকমাহ একাডেমীর দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৩ ২১:০৮:২৬

ছবিঃ সিএনআই

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার কেরানিহাট দারুল হিকমাহ একাডেমীর হিফ্জ বিভাগের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ মার্চ  (সোমবার) দুপুরে একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, ঢাকা বায়তুল মোকাররম মসজিদের জুমা পূর্ব আলোচক  মাওলানা খন্দকার মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চুনতীর ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক মোঃ ইবনে দিনার নাজাত,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কেরানিহাট  ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসাইন,দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদ,কেরানিহাট মা- শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, আলফা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর এমডি রবিউল হাসান খোকন।

বিশিষ্ট চিকিৎসক মোঃ সোয়াইব, এলাইট হসপিটালের ডাইরেক্টর মাষ্টার মোস্তাক আহমদ, সাংবাদিক মিজানুর রহমান রুবেল ও মাইমুনা শপিং সেন্টারের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাদশা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খন্দকার মাহবুবুল হক বলেন, কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। কোরআনকে অনুসরণ করলে  মানব জীবনে কোন অশান্তি থাকবে না।থাকবে না হিংসা হানাহানি। এখানে সেই কোরআন শেখানো হয় ।এটি অত্যান্ত  মহৎ কাজ। যারা এই মহৎ কাজে জড়িত তাদেরকে আল্লাহ তা'আলা উত্তম প্রতিদান দান করবেন। মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য ( ০)





  • company_logo