• সমগ্র বাংলা

উলিপুরে ব্রহ্মপুত্র নদে বাঁশের বান্ডালের উদ্বোধন করলেন এমপি

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৩ ১৭:১২:৪৩

ছবিঃ সিএনআই

মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন কবলিত এলাকায় ৩০টি বাঁশের বান্ডাল নির্মানের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। গত রবিবার (১৯মার্চ) বিকেলে দূর্গম খেওয়ার চর নৌকা ঘাট এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোঃ আব্দুর রশিদ, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

বান্ডাল নির্মানে নিজ তহবিল থেকে এমপি দিয়েছেন এক লাখ টাকা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ২ হাজার জিও ব্যাগের মধ্যে  ৫’শ,  ৪’শ বাঁশ, ৫০টি চিকন ইউক্যালিপটাস গাছ, লোহার পেরেক, জিআই তার দিয়ে বান্ডাল নির্মানের কাজ শুরু করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, আমি শুরুতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা দিয়েছি। প্রয়োজনে আরো দিবো। ভাঙন প্রতিরোধে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাবো। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ২ হাজার জিও ব্যাগের মধ্যে  ৫’শ ব্যাগ বান্ডালের ভিতরে ফেলার জন্য দেয়া হয়েছে। বাকি জিও ব্যাগ পর্যায়ক্রমে দেয়া হবে। বান্ডাল গুলো নির্মাণ হলে ভাঙন রোধ হবে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo