• সমগ্র বাংলা

ফরিদপুরে ভুমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৩ ১৪:৪৮:১৮

ছবিঃ সিএনআই

এহসান রানা, ফরিদপুরঃ আগামী ২২ মার্চ  মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের ভুমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান  কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে   সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । প্রেসব্রিফিং এ সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশেকুল ইসলাম,অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ লিটন আলী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভুল চন্দ্র ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।

এসময় ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন প্রকল্প ২ হতে  ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৫টি  ও ৪র্থ পর্যায়ের ৩২২ টি মোট ৪৪৭ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২ শতাংশ জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করবেন।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo