• সমগ্র বাংলা

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৩ ১৪:৩৯:৪৪

ছবিঃ সিএনআই

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁওঃ মুজিববর্ষ উপলে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের সভাকে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, নির্বাহী সদস্য ফজলে ইমাম বুলবুল, সদস্য সাংবাদিক নবীন হাসান, সাংবাদিক মজিবর রহমান শেখ প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ৬৯ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় মোট ৫২২টি ঘর উদ্বোধন করবেন। এছাড়াও ওই দিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবেও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য ( ০)





  • company_logo