• শিক্ষা

ভুমি দস্যদের হাত থেকে বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য ছাত্রদের মানববন্ধন

  • শিক্ষা
  • ২০ মার্চ, ২০২৩ ১৪:০৪:৫৭

ছবিঃ সিএনআই

আতোয়ার রহমান রানা,গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের জমি ভূমিদস্যু অবৈধভাবে দখল অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ই মার্চ) জেলা শহরের গানাসাস মার্কেট সামনে বর্তমান ও প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র মতলবুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজিব,জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি,সাবেক শিক্ষক হামিদুর রহমান,মাহমুদ উর রাশেদ,সেলিম আহমেদ, ওয়াসিম আলম,রেজওয়ানউল্লাহ রুহেল,

খন্দকার তানভির রায়হান তুহিন সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যদি ভুমি দস্যুরা বিদ্যালয়ের জমির দখলদারিত্ব ছেড়ে না দেয় তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।সেই সাথে তারা আরও বলেন,বিদ্যালয়ের জমি ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা পেলে বিদ্যালয়ে আবাসিক হল গুলো নতুন করে সংস্করণ করে প্রশস্ত করা সম্ভব হবে।এতে করে দুর দূরান্ত থেকে আসা ছাত্রদের মেসে থাকতে হবে না তখন তারা অল্প খরচে হল এ থাকতে পারবেন। 

মন্তব্য ( ০)





  • company_logo