
ছবিঃ সিএনআই
মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফ ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ পৃথক দুইটি অভিযানে ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ ফাতেমা বেগম (৩২) এর বসত বাড়ী থেকে ৫০ বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
অপরদিকে চিলমারী থানা পুলিশ কর্তৃক চিলমারী থানাধীন থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয় এর বারান্দার সামনে থেকে চিলমারীর সবুজ পাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি শ্রী সাগর চন্দ্র রায় (২০) কে ৩০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে চিলমারী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বর...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে...
আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত ...
মন্তব্য ( ০)