
ছবিঃ সিএনআই
রবিউল আলম ইভান, কুষ্টিয়াঃ শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, র্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়েই হবে না। র্যাগিং বন্ধে এর বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। সবাই চাওয়া সত্তে¡ও, আইন থাকা সত্তে¡ও বিশে^র অনেক জায়গায় এখনও র্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। র্যাগিং বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে অনুষ্টিত ১৮টি বিশ্ববিদ্যালয় কলেজের অংশগ্রহনে জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়ই, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মত সকল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, স্থানীয় দৌলতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা প্রমুখ। এসময় তিনি কলেজের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম ...
চট্টগ্রাম প্রতিনিধি: বায়েজিদে অগ্নিদগ্ধ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: "স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্র...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ...
মন্তব্য ( ০)