
ছবিঃ সিএনআই
আল মাসুদ,পঞ্চগড়: সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধায় সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার,অবৈধ অনুপ্রবেশ,চোরাচালানসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিজিবি-বিএসএফ সমন্বয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়-১৮ বিজিবির আয়োজনে বিজিবি ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং ভারতীয় সীমান্তরোক্ষী বাহিনী বিএসএফের কিষানগঞ্জ সেক্টরের পাশাপাশি ভারতীয় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধীনস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সি ডি আগার ওয়াল।
এর আগে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বরণ করে বাংলাবান্ধা স্থলবন্দরে আনা হলে তাদের গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে ফুলেল সুভেচ্ছা জানানো হয়। এর পর মিষ্টি বিনিময় করে সীমান্তের সার্বিক অবস্থা নিয়ে বন্দরের সম্মেলন কক্ষে নিয়মিত আলোচনা সভার আয়োজন করে বিজিবি।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহফুজুল হক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ
আরিফুজ্জামান, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ, রংপুর রিজিয়ন সদর দপ্তরের স্টাফ অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ঠাকুরগাঁও বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নঈম রেজভী প্রমূখ।
এদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কিষানগঞ্জ সেক্টরের স্টাফ অফিসার কমান্ড্যান্ট শ্ৰী আই কে ওয়ালদে, ১৭৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী আর জে হাজদাহ, ৭২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সন্দীপ কুমার ক্ষত্রী, স্টাফ অফিসার শ্রী পারামজিত সিং, শ্রী গুরদীপ লাল, শ্রী সত্যদয় কুমার প্রমূখ।
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনা...
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানরমারে ক্ষমতাসীন জান্তার অসহয...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছ...
নিউজ ডেস্কঃ ডলার সংকটের মধ্যে সদ্য সমাপ্ত মে মাসে দে...
মন্তব্য ( ০)