• বিনোদন

অস্কার অ্যাওয়ার্ডস দাম মাত্র ১ ডলার

  • বিনোদন
  • ১৪ মার্চ, ২০২৩ ১০:৫২:১৯

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত ‘অস্কার অ্যাওয়ার্ডস’। এই মঞ্চে পুরস্কৃত হওয়ার অর্থ গোটা বিশ্বব্যাপী সম্মানিত হওয়া। বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের এই পুরস্কার নিয়ে আগ্রহের শেষ নেই। পুরস্কারটি হাতে পেলে গর্বের বুক ভরে ওঠে তাদের। এই অস্কারের আর্থিকমূল্য কত জানেন? মাত্র ১ ডলার। তবে চাইলেই তো আর একটি অস্কার নিজের সংরক্ষণে রাখাই যায় না। সেটা সম্ভব নয় বলেই এর মূল্যমান এত কম রাখা হয়েছে। কিন্তু কেন কেনা যাবে না? নিউজ ১৮-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কেউ এটি কিনতে পারবেন না।

তবে এটির দাম এত কম কেন? কারণ এটি বিক্রি করা যাবে না।  অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতি বিজেতাকেই তা মেনে চলার নির্দেশও দেওয়া হয়। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু অ্যাকাডেমি চায় না এটি যত্রতত্র পাওয়া যাক। তবে পুরস্কারপ্রাপ্ত কেউ যদি এটি বিক্রি করতে চায়, তবে সবার আগে যেন তা অ্যাকাডেমিকেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন, তাও মাত্র ১ ডলার মূল্যে।

অন্যত্র এটি বিক্রিও করা যাবে না। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারক এমন একটি রায় দিয়েছিলেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে, বিজেতারা এই পুরস্কার বিক্রি করতে পারবেন না, নষ্ট করতেও পারবে না। যদিও এই স্ট্যাচু তৈরি করতে খরচ পড়ে ৪০০ ডলার। তবে বাজার দর মাত্র ১ ডলার। এই পুরস্কারকে সুরক্ষিত করতেই এমন নিয়ম করা হয়েছে। তাই ইচ্ছে থাকলেই কিনে ফেলা যাবে না। আবার কোনো বিজেতা এটি নষ্টও করতে পারবেন না।

 

মন্তব্য ( ০)





  • company_logo