• শিক্ষা
  • লিড নিউজ

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শুরু

  • শিক্ষা
  • লিড নিউজ
  • ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:০১:৫৬

ছবিঃ সিএনআই

রবিউল আলম ইভান, কুষ্টিয়াঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় শেখ হাসিনা হল কর্তৃক গঠিত কমিটির কাজ শুরু করে। নির্যাতিতা শিক্ষার্থী ছাড়াও নির্যাতনের ঘটনার সময় হলে উপস্থিত বেশ কয়েকজন শিক্ষার্থীদেরও জিজ্ঞাসাবাদ করছে গঠিত তদন্ত কমিটি। শেখ হাসিনা হল প্রভোষ্ট প্রফেসর ড. শামসুল আলম জানান তদন্ত কমিটির কাজ শেষ হতে সময় লাগবে। শেষ হলেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন তারা। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নির্যাতিতা শিক্ষার্থী বাবা ও মামাসহ ক্যাম্পাসে প্রবেশ করেন। গত শনিবার ও রোববার মধ্যরাতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীকে নির্যাতন চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাস্সুমসহ একদল শিক্ষার্থী।

ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ ৩টি তদন্ত কমটি গঠন করা হয়। এছাড়া হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তে আরো একটি কমিটি গঠনের নির্দেশনা দেয়।

এদিকে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁর অপসারণ দাবীতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত চাকরি প্রত্যাশী নামে একটি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ভিসি কার্যালয়ের সামনের গেটে তালাও দেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo