• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

গোপালপুরে ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৪৪:১৪

ছবিঃ সিএনআই

মোঃ নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুরে ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি ২০২২ প্রদান করা হয়েছে।  শনিবার ১১ ফেব্রুয়ারি বেলা ৩ টায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ি ডাঃ মোঃ আতিকুল ইসলাম হোসাইনা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধা যাচাইয়ের জন্য মোট ৩৫টি স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৯৫১ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেন।

এদের মধ্যে ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্যাটাগরি অনুযায়ী বৃত্তি প্রধান করা হয়। বর্ধিত  অনুষ্ঠানে ডাঃ মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচারক মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব, তানভীর হাসান ছোট মনির সংসদ সদস্য টাঙ্গাইল ২। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠান উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ শিউলী বেগম,সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন, স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক ও চেয়ারম্যান ভাষাবিজ্ঞা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়,আনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, ইন্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ,ভাইস চেয়ারম্যান ডাঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ,এন, ও, পারভেজ মল্লিক, ওসি মোঃ মোশাররফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি, জয়নাল আবেদীন, অধ্যাপক ডাঃ সোলায়মান হোসেন কার্ডিওলজি বিভাগ,এনাম মেডিকেল কলেজ, প্রফেসর মাসুদ এ খান চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ),মোসাঃ নাজনীন সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপালপুর, মোঃ এখলাস মিয়া উপজেলা সমাজসেবা আফিসার,মীর মোশারফ হোসেন চেয়ারপারসন- মীর মোশারফ হোসেন শিক্ষা কল্যাণ ট্রাস্ট, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

মন্তব্য ( ০)





  • company_logo