• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বাড়িতে চুরি 

  • সমগ্র বাংলা
  • ০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:২৬:১৪

ছবিঃ সিএনআই

হাসান জাবেদ, ব্রাহ্মণবাড়িয়াঃ  কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর বাড়িতে চুরি হয়েছে। চোরের দল দোতলা ভবনের বারান্দার গ্রিল ভেঙে ল্যাপটপ, দুটি ক্যামেরা ও দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলার আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে চুরির ঘটনাটি তাদের নজরে আসে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার গভীর রাতে দোতলার এক কক্ষের বারান্দার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা সমস্ত মালামাল প্রথমে তছনছ করে সংবাদপত্রের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও দুটি দামি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।

সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু জানান, ল্যাপটপের ব্যাগ থেকে পাসপোর্ট, পত্রিকাসহ কাগজপত্র রেখে যাওয়ায় ঘটনাটি আমার কাছে পরিকল্পিত বলে মনে হচ্ছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ২৪ ঘণ্টার মধ্যে চুরি হয়ে যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করতে আখাউড়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। ওসি মো. আসাদুল ইসলাম বলেন, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য ( ০)





  • company_logo