• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

থানচিতে র‍্যাবের সাথে সংঘর্ষের পর গ্রেপ্তার ২০, বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৩৬:০২

ছবিঃ সিএনআই

শহীদ ইসলাম বাবর, বান্দরবানঃ পাহাডে উপজাতী বিচ্ছিন্নতাবাদীদের সহায়তায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া  ক্যাম্প স্থাপন করে প্রশিক্ষণ নেয়ার খবরে পাহাডে গত বছরের ৯ অক্টোবর রাত থেকে  শুরু হওয়া যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাবের ৬টি পৃথক টিম 

সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে সেখানে র‍্যাব অভিযানে নামলে তাদের লক্ষ্য করে জঙ্গি ও সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৫ সদস্যকে এবং পরবর্তীতে আরও ১২ সদস্য মিলে মোট ১৭ জঙ্গিকে আটক করা হয়। পাশাপাশি আটক করা হয় পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর তিন সন্ত্রাসীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গুলাবারুদ, প্রশিক্ষণ সরজ্ঞাম ও নগদ ৭ লক্ষ টাকা। এমন তথ্য জানান 

র্যাবের মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো,মোঃ আস সামী রহমান @সাদ (১৯), মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২),মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), মোঃ জহিরুল ইসলাম @ওমর ফারুক প্রকাশ সাংওয়াই (২৭), মোঃ মিরাজ শিকদার@ আশরাফ হোসেন@ দোলন (২৬), রিয়াজ শেখ জায়েদ (২৪), মোঃ ওবায়দুল্লাহ@ ওবায়দুল@ সাকিব@ শান্ত (২০), জুয়েল মাহমুদ@ মাহমুদ (২৭), মোঃ ইলিয়াস রহমান (@তানজিল (@সোহেল @থানবোয়াং (৩২), মোঃ হাবিবুর রহমান মোড়া (২৩), মোঃ সাখাওয়াত হোসেইন @মাবরুর @রিসিং (২১), মোঃ আব্দুস সালাম রাকি @দুমচুক রাসেল (২৮), যোবায়ের আহম্মেদ @ আইমান রেনাল @ওমর (২৯), মোঃ শামীম হোসেন @আবু হুরাইরা@ রাফি @চামদুর (২৬), তাওয়াবুর রহমান সোহান @ মিন্টু @মাওবক @জাকির আলম (২০), ১৬। মোহাম্মদ মাহমুদ ডাকুয়া @হাকা (২০), মোহাম্মদ আবু হুরাইরা @মিরাজ @ সাইসো (২২), এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সদস্য লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া (৫২)।

এই অভিযানে একে ২২ রাইফেল, লম্বা বন্দুক, ত্রি কোয়াটার বন্দুক, গুলি, বোমা তৈরীর সরজ্ঞাম, প্রশিক্ষণ সিলেবাস, জিহাদী বই, নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়। এর আগে ২০ অক্টোবর ১০ জন, ১২ জানুয়ারী ৫ জন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারক্বিয়ার সদস্যকে গহিণ পাহাডী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা সারাদেশ থেকে নিঁখোজ ৫৫ যুবকের অন্তর্ভুক্ত বলে জানান কমান্ডার আল মঈন । ধৃতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেয়া অবশিষ্ট নিঁখোজ যুবকদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান কমান্ডার আল মঈন। 

মন্তব্য ( ০)





  • company_logo