
ছবিঃ সিএনআই
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাণী ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাটিল্ডা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রাণী উখিয়ার কুতুপালং-এর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।
সকাল সোয়া ১০ টায় বেলজিয়ামের রাণী বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দর থেকে বেলজিয়ামের রাণী মাটিল্ডা সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হন। রাণীর সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেলজিয়ামের রাণী রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন। কথা বলেন রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে। পরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন তিনি। ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রম ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন রাণী মাটিল্ডা।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বেলজিয়ামের রাণীর এ সফর বাংলাদেশ-বেলজিয়ামের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশের যে সহায়তা তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো আলোচনা হবে। রোহিঙ্গাদের নিজ দেশে সসম্মানে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহায়ক হবে।
এর আগে থেকে কক্সবাজার থেকে উখিয়ার কুতুপালং পর্যন্ত ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়।
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর রংপুর মহা সড়কের ১০...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা আর মা...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার কেরানিহাট দ...
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে সেন্টম...
মন্তব্য ( ০)