
ছবিঃ সিএনআই
কাফি খান মময়মনসিংহঃ আজ ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১২.১৫ সময় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ থানাধীন ফতেনগরে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ সহ অন্যান্য আসামীরা তাদের চাচা মোস্তফা কামালকে গত ১১ অক্টোবর ১৯৯৯ খ্রি. তারিখে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামী নুর মোহাম্মদ এবং আবুল কাশেমের বিরুদ্ধে দঃ বিঃ ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী নুর মোহাম্মদ এবং আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত নুর মোহাম্মদ দীর্ঘ ২৩ (তেইশ) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। এছাড়া উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামী মোঃ আবুল কাশেমকে গত ১৫ নভেম্বর ২২খ্রি. তারিখে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর রংপুর মহা সড়কের ১০...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা আর মা...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার কেরানিহাট দ...
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে সেন্টম...
মন্তব্য ( ০)