
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ শনিবার ছত্তিশগড়ে বিয়ে সম্পন্ন হয় চিত্রাশী ও ধ্রুবজ্যোতির। গণযোগাযোগ মাধ্যমে বিয়ে ও প্রাক বৈবাহিক নানা অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন চিত্রাশী। বিয়েতে চাক দে ইন্ডিয়া ছবির সহঅভিনেত্রী বিদ্যা, তানিয়া ও শিল্পারা উপস্থিত ছিলেন।
ছত্তিশগড়ের বিলাসপুরের ছেলে ধ্রুবজ্যোতি। পেশায় তিনিও অভিনেতা। ধ্রুবজ্যোতির বাড়ি বিলাসপুরে। তাই বিয়ের যাবতীয় অনুষ্ঠানই হয়েছে চিত্রাশীর শ্বশুরবাড়িতে। বিয়ের দিন লাল নয়, বেইজ রঙের লেহঙ্গাতে সাজেন চিত্রাশী। নাকে বড় নথ, মাথায় লাল ওড়না, নতুন কনের খুশি বোঝা যাচ্ছিল তার হাসিতেই।
‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর ‘তেরে নাল প্যায়ার হো গ্যায়া’-র মতো কিছু ছবি ও হিন্দি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। কিন্তু চাক দে ইন্ডিয়ার কোমলের চরিত্রের পর মনে রেখে দেওয়ার মতো কোনো চরিত্রে দেখা যায়নি তাকে।
নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ এপ্রি...
নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর...
বিনোদন ডেস্কঃ ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ভিডিও স্ক্যান্ডাল...
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপত...
মন্তব্য ( ০)