
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ‘পাঠান’-এর সাফল্য স্বাভাবিকভাবেই বাণিজ্যিক মহলে শাহরুখের চাহিদা বাড়িয়ে তুলেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি একটি ‘ফোন পেমেন্ট অ্যাপ’-এর মুখ হতে চলেছেন শাহরুখ। এত দিন ধরে এই অ্যাপের বিজ্ঞাপনের মুখ ছিলেন আমির খান।
তাকে সরিয়ে এ বার সেই অ্যাপের মুখ হতে চলেছেন শাহরুখ। ‘পাঠান’-এর সাফল্য আর ‘লাল সিংহ চড্ডা’র আশানুরূপ ফল না হওয়াই কি এই অদল বদলের কারণ? তা যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতিমধ্যেই , প্রচুর নামী সংস্থার মুখ শাহরুখ। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম।
শোনা যাচ্ছ, বহু হিন্দি ও দক্ষিণী ছবির পরিচালক চিত্রনাট্য শোনাতে হাজির হয়েছেন ‘মন্নত’-এ। গুঞ্জন রয়েছে ‘যশরাজ ফিল্মস’ ‘ধুম ৪’-এর পরিকল্পনাও করে ফেলেছেন যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখকে। ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘জওয়ান’।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: টেক জায়ান্ট গুগল আবারও খরচ কমানোর ঘো...
লাইফস্টাইল ডেস্কঃ ক্র্যানবেরি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ১০০টি রোসোমাক বহুমুখী সাঁ...
নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ এপ্রি...
মন্তব্য ( ০)