• সমগ্র বাংলা

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে এক নারীকে হত্যা

  • সমগ্র বাংলা
  • ০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৩৪:২৩

প্রতীকী ছবি

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুরের ঘোড়াঘাটে জমির মালিকানা বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমেনা বেগম নামে এক নারীকে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার সকাল ৮ টার দিকে হত্যাকান্ডের ওই ঘটনা ঘটেছে। জমির মালিকানা বিরোধে ১০ দিনের ব্যবধানে ঘোড়াঘাটে এটি তৃতীয় হত্যার ঘটনা।

আমেনা বেগম দিনাজপুরের ঘোড়াঘাট  উপজেলার বারো পাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

স্হানীয়রা জানান, মালিকানা বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা হাল চাষ করার সময় বাধা দিতে যান আমেনা বেগম। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।  

ঘোড়াঘাট থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্হলে গেছেন। লাশ ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেবেন তারা।

এর আগে ২৫ জানুয়ারী ঘোড়াঘাটের খোদাদপুর গ্রামে জমির মালিকানা বিরোধে ছুরিকাঘাতে এবং পিটিয়ে হায়দারের ছেলে আসাদুজ্জামান ভুট্রু এবং চাচাতো ভাই রাকিবকে হত্যা করেছিল প্রতিপক্ষরা। জোড়া হত্যার ঘটনার জেরে পরদিন প্রতিপক্ষের প্রায় ৪০ বাড়ী আগুন দিয়েছিল স্হানীয়রা।

 

মন্তব্য ( ০)





  • company_logo