• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় আশ-শেফা ও এলাইট হাসপাতাল কে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:১৪:২১

ছবিঃ সিএনআই

রমজান আলী, সাতকানিয়াঃ সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি বেসরকারি হাসপাতাল ও ১টি সিএনজির মালিক কে জরিমানা করা হয়। (২ ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার সকাল ১২ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। অভিযোগ দায়রকারী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ আর রায়হান ছিদ্দিকী, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া। 

এসময় আশ-শেফা হাসপাতাল (প্রাঃ) লি. কে বিভিন্ন ধরণের অব্যবস্থাপনার দ্বারা সেবাগ্রহীতার অর্থ ও স্বাস্থ্য হানি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা এবং এলাইট হাসপাতাল (প্রাঃ) লি. কে লাইসেন্সের শর্তাবলি ভঙ্গের অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতায় ০৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় ১টি সিএনজি অটোরিক্সার মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকাসহ সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের আইনানুগ সহযোগিতা করেন RAB-15 এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo