• সমগ্র বাংলা

সুন্দরগঞ্জে বই পাচারের মুলহোতাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল  

  • সমগ্র বাংলা
  • ২৯ জানুয়ারী, ২০২৩ ২০:৩২:১৭

ছবিঃ সিএনআই

আতোয়ার রহমান রানা,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের সাড়ে এগারো হাজার বই পাচারের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ঝাড়ু– মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় সুন্দরগঞ্জ পৌর শহরে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ বিক্ষোভ ঝাড়ু– মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঝাড়– মিছিলে অংশ গ্রহণ করেন। 

বিক্ষোভ শেষে পুরাতন উপজেলা পরিষদ মাধ‍্যমিক শিক্ষা অফিস সংলগ্ন চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক প্রভাষক মাসুদুর রহমান প্রামানিক, যুগ্ম-আহবায়ক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসদের সাবেক সভাপতি মুসলিম আলী মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীরেন সরকার মিন্টু, ছাত্রলীগ নেতা রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।

মন্তব্য ( ০)





  • company_logo