• সমগ্র বাংলা

দাঙ্গা বন্ধে অস্ত্র জমাদানে ফরিদপুরের নগরকান্দায় উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা
  • ২৯ জানুয়ারী, ২০২৩ ১২:২৮:২৮

ছবিঃ সিএনআই

এহসান রানা,ফরিদপুর: ফরিদপুরের দাঙ্গাপ্রবন এলাকা হিসাবে পরিচিত নগরকান্দায় দাঙ্গা-হাঙ্গামা বন্ধে দেশীয় অস্ত্র জমাদানের বিষয়ে এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মন ডাঙ্গা স্কুল মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান , নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন  । এছাড়া দেশীয় অস্ত্র জমাদানের বিষয়ে সকল গ্রুপের  মাতুব্বরগন ও উপস্থিত ছিলেন ।   

অনুষ্ঠানে পুড়াপাড়া ইউনিয়নকে দাঙ্গামুক্ত করতে সকল গোষ্ঠীকে দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য আহবান জানানো হয়। ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে এ রকম ঝগড়া – বিবাদ বন্ধ করতে হবে । বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেয়া হবে না , প্রয়োজনে প্রতিরোধ করতে হবে আমাদের।     তিনি আরো জানান , পর্যায়ক্রমে বাকী ইউনিয়ন গুলোতে এ ধরণের অনুষ্ঠান অব্যাহত থাকবে ।  

অনুষ্ঠানে নগরকান্দা  উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক জানান , এ অভিযাত্রা  অন্ধকার থেকে আলোর দিকে, অনগ্রসরতা থেকে সমৃদ্ধির দিকে , প্রতিক্রিয়াশীলতা থেকে প্রগতির দিকে । আমাদের এ যাত্রা এবং কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে ।  

উল্লেখ্য , গত ১৯ শে জানুয়ারি উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে ও পুরাপাড়া ইউনিয়ন বাসীকে দেশীয় অস্র সমর্পণে অনুপ্রাণিত করতে ধারাবাহিক ভাবে এ উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হচ্ছে ।   

মন্তব্য ( ০)





  • company_logo