• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ফরিদপুরে ভুয়া জুনিয়র অফিসার আটক 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৮ জানুয়ারী, ২০২৩ ২০:৫০:০৭

ছবিঃ সিএনআই

এহসান রানা,ফরিদপুর: ফরিদপুরে ভুয়া পরিচয় ধারী জুনিয়র অফিসারকে আটক করেছে   এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন। জানা যায়, (২৮ জানুয়ারি) শনিবার  ফরিদপুর জেলার সরকারি রাজেন্দ্র কলেজে এল এল বি পরীক্ষা চলাকালীন সময়ে নীহার রঞ্জন রায়  নিজেকে নিলয় সরকার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর জুনিয়র অফিসার (এক্সাম সেকশন) হিসেবে ভুয়া পরিচয় প্রদান করে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করতে আসে এবং পরীক্ষার হলে প্রবেশ করে।তার কার্যক্রম এবং আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শ্রী অসীম কুমার সাহা দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে বিষয়টি অবহিত করেন।  পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা উদঘাটন করা হয়। আসামী নীহার রঞ্জন রায় তার ভুয়া পরিচয়ের বিষয়টি মোবাইল কোর্টের সম্মুখে স্বীকার করেন এবং সে আগেও এই ধরনের কাজ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন। 

পরে এ এস এম শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর  এর মোবাইল কোর্টে ভুয়া পরিচয়ের অপরাধটি আমলে নিয়ে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১০ নং ধারায় আসামী নীহার রঞ্জন রায় কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। 

মন্তব্য ( ০)





  • company_logo