• অর্থনীতি

মুনাফা কমেছে বার্জার পেইন্টসের

  • অর্থনীতি
  • ২৫ জানুয়ারী, ২০২৩ ১১:৫৬:০২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে। প্রতিষ্ঠানটির ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৩ পয়সাতে। যা আগের বছর ছিল ১৭ টাকা ৫২ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ২ টাকা ৭৯ পয়সা।

তবে তিন প্রান্তিকে মিলে এপ্রিল ২০২২ থেকে ৩১ ডিসেম্বর সময়ে বার্জারে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৬ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে বেড়েছে ৯৮ পয়সা। ফলে ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫৮ টাকা ৯১ পয়সা।

২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমানে শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৯৫ শতাংশ শেয়ার। বাকি ৫ শতাংশ শেয়ারের মধ্যে ৩ দশমিক ৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে, দশমিক ২০ শতাংশ বিদেশি এবং প্রায় ১ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে দেশি সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এ বিষয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের কোম্পানি সচিব খন্দকার আবু জাফর সাদিক ঢাকা পোস্টকে বলেন, ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়া ও উচ্চ দামে কাঁচামাল কেনায় মুনাফা কমেছে।

মন্তব্য ( ০)





  • company_logo