• প্রশাসন

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ'র সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রশাসন
  • ০৯ জানুয়ারী, ২০২৩ ১০:৩৪:৩২

ছবিঃ সিএনআই

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসাবে সীমান্তের বিভিন্ন ইসু নিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল চেকপোস্টের অদুরে গাতীপাড়া সীমান্তের তেরঘর কামারবাড়ী পোষ্টে অনুষ্ঠিত হয়েছে দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে রবিবার সকাল ১১টায় শুরু হয় উচ্চ পর্যায়ের দু'দেশের সীমান্তরক্ষা বাহিনীর সীমান্ত সম্মেলন।  

সীমান্ত হত্যা বন্ধ, করোনা সুরক্ষা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধসহ সীমান্তের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে দু'দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাহিনীর সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ এবং ভারতীয় বিএসএফের-১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৭ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহন করেন। সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo