• খেলাধুলা

ঢাকা ডমিনেটর্সেকে ১১৪ রানের লক্ষ্য দিল খুলনা

  • খেলাধুলা
  • ০৭ জানুয়ারী, ২০২৩ ১৬:০২:০৬

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মাঝে কিছুক্ষণ লড়েছিলেন ইয়াসির আলি ও সাইফুদ্দিন। এরপর আবার শুরু হওয়া আসা-যাওয়া। ফলে ছোট লক্ষ্যেই আটকে যায় তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানের সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স।  

আগে ব্যাট করতে নামা খুলনা শুরুতেই সারজিল খানকে। ৭ রানে তার বিদায় নেওয়ার পর ব্যাট করতে নামা মুনিম শাহরিয়ারও টিকতে পারেননি বেশিক্ষণ। ৪ রান করে আরাফাত সানির শিকার হন তিনি। ওপেনার তামিম ইকবাল কিছুক্ষণ থিতু হয়ে ছিলেন। তবে লম্বা সময় মাঠে না নামা এই ব্যাটার অবশ্য ৮ রানের বেশি করতে পারেননি।  

২৮ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে খুলনা, তখন দলের হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলি। তাকে সঙ্গ দেন আজম খান। দুইজন গড়েন ২১ রানের জুটি। এরপর আজমকে ১৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন আরাফাত সানি। অপরপ্রান্তে থাকা ইয়াসিরকে তখন সঙ্গ দেন সাইফউদ্দিন। গড়েন ৩১ রানের জুটি।  

পঞ্চদশ ওভারের শেষ বলে বাজে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইয়াসির। বিদায় নেন ২৪ রান করে। সাইফউদ্দিনও টিকতে পারেননি বেশিক্ষণ। ২৮ বলে ১৯ রানের ইনিংস খেলে উইকেট হারান। শেষের দিকে নাহিদুল ইসলাম ও সাব্বির রহমানের ব্যাটে শতরান ছাড়ায় খুলনা। এরপরই আল আমিন ফিরিয়ে দেন নাহিদুলকে (৭)।

শেষ ওভারে ব্যাট করতে নেমে ২ বলে ১০ রান নেয়া ওয়াহাব রিয়াজ তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। শেষে সাব্বিরের অপরাজিত ১১ রানে ঢাকাকে ১১৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা।  

ঢাকার হয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন আল আমিন। দুইটি করে উইকেট নেন নাসির হোসাইন ও আরাফাত সানি।  

মন্তব্য ( ০)





  • company_logo