• খেলাধুলা

৪৭ ওভারে একটি উইকেটও ফেলতে পারলো না স্বাগতিক পাকিস্তান

  • খেলাধুলা
  • ২৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৩৯:২৩

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আগের দিন সেঞ্চুরি করেছিলেন ‘রানমেশিন’ বাবর আজম। এরপর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন অলরাউন্ডার আঘা সালমান। পাকিস্তান তুলেছে ৪৩৮ রানের বড় সংগ্রহ। তবে এত বড় সংগ্রহ গড়েও স্বস্তিতে নেই বাবর আজমের দল।

করাচি টেস্টের দ্বিতীয় দিনে ৪৭ ওভার বল করেও যে নিউজিল্যান্ডের একটি উইকেট ফেলতে পারেনি স্বাগতিকরা। বিনা উইকেটে ১৬৫ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। অধিনায়ক টম ল্যাথাম ৭৮ আর ডেভন কনওয়ে ৮২ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে কিউইরা পিছিয়ে ২৭৩ রানে।

৫ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। দিনের প্রথম ওভারেই ফিরে যান ১৬১ রানের বড় ইনিংস খেলা বাবর আজম। এরপর হাল ধরেন আঘা সালমান। বলতে গেলে একাই দলকে টেনে নিয়ে যান অফস্পিনিং এই অলরাউন্ডার। ১৫৫ বলে ১৭ বাউন্ডারিতে ১০৩ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন আঘা। ১৩০.৫ ওভারে পাকিস্তান অলআউট হয় ৪৩৮ রানে।

নিউজিল্যান্ডের টিম সাউদি নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার অ্যাজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েল আর ইশ সোধির।

মন্তব্য ( ০)





  • company_logo