• খেলাধুলা

হারের সব দায় নিজের ওপর নিয়েছেন হ্যারি কেইন

  • খেলাধুলা
  • ১১ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৪:৫৪

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শেষ আটে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬-র চ্যাম্পিয়নদের এই বিপর্যয়ের জন্য দায়ী খোদ তাদের অধিনায়ক হ্যারি কেইন।  ৮৪ মিনিটে পেনালটি মিস করে নিজেদের পায়ে কুড়াল মারেন টটেনহামের ফরোয়ার্ড। গোল হলে স্কোরলাইন হতো ২-২।  এজন্য সব দায় নিজের ওপর নিয়েছেন কেইন। 

অথচ, ম্যাচের ৫৪ মিনিটে পেনালটিতে গোল করে স্বদেশি ওয়েন রুনির ৫৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন কেইন। কিন্তু শেষাবধি শনিবারের রাত তাকে খলনায়কে পরিণত করে।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি শেষ হয়ে গেছি। এই ব্যর্থতা অনেকদিন আমাকে পোড়াবে।’  

তার নেওয়া পেনালটি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের স্বপ্নও উড়ে যায় দোহার আকাশে। 
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ম্যাচ জিতে পৌঁছে যায় শেষ চারে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে প্রথমবারের মতো শেষ চারে ওঠা আফ্রিকার বিস্ময় মরক্কো।

এদিনের ম্যাচের পরে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন জানিয়েছেন এই হারের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে নিতে চান। পেনালটি মিস করাটা তাকে আহত করেছে। 

এই ম্যাচের পরে তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসাবে এই হারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিজের কাঁধে নেব। পেনালটি মিসটা আমায় যন্ত্রনা দিচ্ছে।’ 

এরপরে তিনি আরও বলেন, ‘এটা সত্যিই কঠিন একটা রাত। আমি হতাশ, দল হতাশ হয়েছে। আমাদের বিশ্বাস ছিল যে আমরা এবারে বিশ্বকাপে বিশেষ কিছু অর্জন করতে পারব, তবে এটি আর সফল হল না। এই রাতে আমাদের সামনে ভালো সুযোগ ছিল, খেলায় ছন্দ ছিল, কিন্তু সবটা কার্যকর করা গেল না।’

২৯ বছর বয়সি হ্যারি কেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য পেনালটি-টেকারদের একজন, তার পুরো ক্যারিয়ারে মাত্র ১১টি মিস করেছেন 
 

মন্তব্য ( ০)





  • company_logo